এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকালে স্টেশন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত আলী, সফিউর রহমান সফি, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, শহীদুল হক খান দুলাল, লোকমান আহাম্মেদ খান লোটন, আহসানুজ্জামান খান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, শফিকুল ইসলাম খান সজিব, রুহুল আমিন মিলন, অ্যাডভোকেট মোবারক হোসেন, আরিফুর রহমান বাহাজ, সেলিনা বেগম, জামালপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার, জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মোস্তালিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান, জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও জেলা তাতী দলের আহ্বায়ক আনিসুর রহমান লুলু প্রমুখ।
বক্তারা আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।