বিশেষ প্রতিবেদনঃ

বাংলাদেশ পুলিশ কোপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ‘কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক’ সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছে।

আগামীকাল শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পুরস্কার প্রদান করবেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও পলওয়েল এর চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ পুরস্কার গ্রহণ করবেন।

পুরস্কার হিসেবে স্বর্ণপদক এবং সম্মাননা পত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, পলওয়েল পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণধর্মী একটি সমবায় প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন