হারুন উর রশিদ সোহেল রংপুর.
রংপুরে জাপানী নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায় আগামী ফেব্রয়ারী মাসের শেষে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রথিস চন্দ্র ভৌমিক বাবু সোনা। বুধবার দুপুরে রংপুর বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে ৪র্থ দিনের মতো ১৭ সাক্ষীর স্বাক্ষ্য শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মামলার পরবর্তীতারিখ নির্ধারণ করেছেন ২৯,৩০,৩১ জানুয়ারী এবং ২ ও ৫ ফেব্রয়ারী।আইনজীবি বলেন, মামলায় ৫৬ জন স্বাক্ষীর মধ্যে ১৭ জনের স্বাক্স্য শেষ হয়েছে বাকী ৪১ জনের স্বাক্ষী নেয়া হবে। এই মামলায় জেএমবি জঙ্গীদের ৮ আসামীর মধ্যে রংপুর অঞ্চলের আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৫জন গ্রেফতার আছে। দুইজন নিহত ও একজন পলাতক আছে।তিনি বলেন, স্বাক্ষিরা খুনিদেও চিহ্নিত করেছেন। এবং খুনিরাও নিজেদেও দোষ স্বিকার কওে আদালতে জবানবন্দি দিয়েছে। আমরা আশা প্রকাশ করছি, বাকি ৪১ জন সাক্ষির সাক্ষ্য শেষে ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে মামলার কার্যক্রম শেষ করতে পারবো। উলেখ্য,২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানী নাগরিক কুনিও হোসিকে গুলি কওে খুন করে দুর্বৃত্তরা।