এজি লাভলু,ঢাকা ব্যুরোচীফঃ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ এক শোক বিবৃতিতে বলেছেন, নির্মম এই মৃত্যু শুধু জাপান নয়, বিশ্ববাসীকে ব্যথিত করেছে। আমরা রাজনৈতিকভাবে বিশ্বব্যাপী শান্তি চাই, আর তাই চাই শিনজো আবের মত আলোকিত রাজনীতিকের হত্যার দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করে অন্য সকল ঘাতককে সতর্ক করবে। ৮ জুলাই প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে আগামী ১৪ জুলাই শিনজো আবের স্মরণে নতুনধারার শোক সভা অনুষ্ঠিত হবে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।