এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের কর্মরত ১’শ ৫০ জন গ্রাম পুলিশের মাঝে পোশাকসহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পোশাক বিতরণ করেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল ও জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খাঁন। অন্যান্যের মধ্যে রানাগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, ইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান স্বপন, শরিফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সদরের ১’শ ৫০ জন গ্রাম পুলিশের মাঝে পোশাকসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।