এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
জামালপুর জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রনজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল করিম, সোলায়মান হক, শাহ্ আব্দুল্লাহ আল সাকী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জুলহাস ও সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।
আলোচনা শেষে নেতাকর্মীরা জাসাসের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে ৫০জন সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।