এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)’র পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জামালপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়। ডিপিএফ জামালপুরের সভাপতি শামিমা খানের সভাপতিত্বে ও সহ-সভাপতি কবি সাযযাদ আনসারী/ডিপিএফ সদস্য এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক ও জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ডেপুুটি সিভিল সার্জন ডাঃ সৈয়দ আহাম্মেদ আল শাফি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এ তাহের প্রমুখ।
সভায় পর্যালোচনামূলক বক্তব্য রাখেন দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমএ জলিল, প্রগ্রেসের পরিচালক শাহীনুল হক, সিজি সদস্য রোজিনা আক্তার ও সিএসজি সভাপতি মাকসুদুর রহমান। ডিপিএফ কর্মসুচির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন ডিপিএফ সদস্য মাহবুবুর রহমান। সভায় পর্যালোচনার প্রতিবেদন ও ইতিপুর্বে ডিপিএফ’র আয়োজনে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে যে সমস্ত বিষয় তথা সমস্যা উঠে আসে সেইসব বিষয়ে পর্যালোচনার আলোকে সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাগণ বিস্তারিত আলোচনা করেন। আলোচনা তারা চলমান পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে সেবা মান বৃদ্ধি করার প্রতিশ্রæতি প্রদান করেন। পর্যালোচনা সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিপিএফ’র তানভীর আহাম্মেদ হীরা।