এস.এম হোসাইন আছাদ জামালপুর ॥
জামালপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানুর বিজয় নিশ্চিত করতে ভোট প্রার্থনাসহ প্রচারণা অব্যাহত রেখেছে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের ব্যবসা প্রতিষ্ঠানসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন চেয়ারম্যানরা।
জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে পৌরসভার ৯নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. ফজলুল হক আকন্দ, বাশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলমসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় অংশ নেন।