এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার শহরের খেজুরতলায় জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি তার নিজ বাসভবন থেকে এ চেক বিতরণ করেন।
জামালপুর সদরের বিভিন্ন এলাকার ১২ জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।