জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জামালপুর জেলা বিএনপি। শুক্রবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে এ খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় প্রায় ৩৫০ জন নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষমতার বাইরে। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু নিয়ে সাধারণ অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে জামালপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন