এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার যুগ্মআহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের সাবেক যুবপ্রধান ফারহান আহমেদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ আসাদুজ্জামান আকন্দ বাবুর কাছ থেকে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
দলীয় মনোনয়নপত্র সংগ্রহকালে যুবলীগ নেতা ফারহান আহমেদের শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। জানাগেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জামালপুরে আওয়ামী লীগের প্রায় দেড় ডজন নেতা পৌর মেয়র পদপ্রার্থী হয়েছেন। নৌকা প্রতীক প্রত্যাশীদের মধ্যে যুবলীগ নেতা ফারহান আহমেদও যোগ্য প্রার্থী হিসেবে ডিজিটাল পৌরসভা গড়ার প্রত্যয়ে পৌরবাসীর দোয়া সমর্থন প্রত্যাশী হয়েছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *