জামালপুর প্রতিনিধি ॥
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে কর্মহীন অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শহর বিএনপি। শনিবার সকালে শহরের বগাবাইদ বোর্ডগরের জোগীরঘোপায় প্রায় ৪’শ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শহর বিএনপির ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ঈদ সামগ্রী বিতরণে জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।