জামালপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা জামালপুরের হরিপুর ও মাছিমপুরের ৪’শ অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন আকন্দ ও সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদের নিজস্ব অর্থায়নে নিম্নআয়ের ৪’শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল-৫ কেজি, আলু-১ কেজি ও ডাল-১/২ কেজি। ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. ফজলুল হক আকন্দ এ প্রতিনিধিকে জানান- আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্প্রতি একটি কুচক্রী মহল আমার সন্মানহানীসহ আমার নির্বাচনী এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করতে মানববন্ধনসহ নানান ষড়যন্ত্র করেছে। তারা আওয়ামী সরকারের ভাবমুর্তী নষ্ট করার পায়তারা করছে। তাদের মতে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করি নাই। আমি আগেও বলেছি, এখনও বলছি পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষেরা ত্রাণ পাবেন। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯নং ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় সাড়ে ৮’শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আমার নির্বাচনী এলাকার হতদরিদ্রের তালিকা করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেয়াও আছে। তিনি আরো বলেন- আজ (শুক্রবার) আমি, শহর আওয়ামী লীগের অন্তর্গত ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও রিপন মাহমুদের নিজস্ব অর্থায়নে হরিপুর ও মাছিমপুরের ৪’শত নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। এছাড়াও আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আমার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।