জুড়ী প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে আঁকাবাঁকা সরু সড়ক প্রশস্ত করে দিলো স্থানীয় জাগরণ সমাজকল্যাণ সংস্থা গোয়ালবাড়ি।
রবিবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনের সবাই মিলে এই কাজ করেন। এসময় তাদের সবাইকে উৎসাহ দিতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।

জাগরন সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি পাবেল বলেন,
জুড়ী-লাঠিটিলা সড়কে গোয়ালবাড়ি বাজারের পাশে হাসপাতাল ও ইবতেদায়ী মাদ্রাসার সম্মুখের রাস্তায় প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে। গত একমাসে কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এর মাঝে একজন ছোট ভাই মেধাবী ছাত্র মারা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য রাস্তার দু’পাশে জায়গা থাকার পরও আঁকাবাঁকা রাস্তাটি প্রশস্ত করার কোন উদ্যোগ নেওয়া হয় না সরকারি ভাবে। এমনকি অনেক ঝোপঝাড়, গাছ ও টিলামাটি পড়ে রাস্তা সরু হয়ে গিয়েছে। এর জন্য প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে।আমাদের ক্লাবের সবাই বসে সিদ্ধান্ত মোতাবেক আমরা রাস্তাটি প্রশস্ত করেছি।এ সময় জাগরন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ূন রশীদ রাজি,সাধারন সম্পাদক ফয়সল আহমদ সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন