এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
জুয়া খেলার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় থানা পুলিশের হাতে আটক ৪ জুয়ারীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. মারুফ হাসান।

আটককৃতরা হলেন ঐ এলাকার নুর আলম, নেজারুল, ইয়াকুব ও জহুরুল ইসলাম।

শুক্রবার (২৭আগস্ট) রাতে উপজেলার জয়গঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানা পুলিশ।

ওসি শেখ কামাল হোসেন জানান, মাদক ও জুয়া প্রতিরোধে থানা পুলিশ সজাগ আছে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. মারুফ হাসান বলেন, জনসচেতনতাই পারে খানসামা উপজেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে।এটা বাস্তবতায়নে প্রশাসন সর্বদা কঠোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *