অবতার মহাগুরু
জেগে উঠ তরুন দল ঘুমাইও না আর
চারিদিকে আজ মহাকালের ঘোর কলি
নেমেছে অন্ধকার।
চারিদিকে আজ অন্যায় অবিচার
নেই কোন অধিকার
সবাই চলেছে নিজের স্বার্থে মেতে
জনতার নেই স্বাধিকার।
নীচু শ্রেনীর মুটের দল আজ বসে আছে চেয়ারে
দেশ ও সমাজের বিজ্ঞরা আজ দাড়িয়ে আছে পথে প্রান্তরে।
তাই তো আজ জেগে উঠ এ যুগের তরুন দল
দেশকে আবার শকুন মুক্ত করতে
জেগে উঠ তরুন দল।