কুড়িগ্রাম প্রতিনিধি:
মাদক জুয়া ও পলাতক আসামী গ্রেফতারে সফলতায় কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্ত্তজাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজার রহমান।
১১ এপ্রিল মঙ্গলবার মাসিক কল্যাণ সভায় নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জনাব মোঃ ইসরাফিল, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাঃ মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় মাদক,জুয়া,পলাতক আসামীদের গ্রেফতারে সফলতা অর্জন করায় কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্ত্তজাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য গোলাম মুর্ত্তজা কচাকাটা যোগদানের পর থেকে জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক নিয়মিত মাদক,জুয়া,চোরাচালান ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে সফলভাবে দায়িত্ব পালন করে আসায় ইতিমধ্যে কচাকাটা থানার সর্বত্র মাদক,জুয়ামুক্ত হয়েছে।