“
আব্দুল সাত্তার টিটু চট্টগ্রাম ব্যুরো চীফ
বাংলাদেশ, নেপালসহ ভারতের ১৮টি প্রদেশের জ্যোতিষ শাস্ত্রবিদদের উপস্থিতিতে বাস্তু, সাংখ্য ও হস্তরেখার উপর আলোচনার মাধ্যমে এস. কে. আচার্য্য কে “জ্যোতিষ শ্রী” উপাধিতে ভূষিত করা হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এস্ট্রলজিক্যাল ইনস্টিটিউট অব কৃষ্ণমূর্তি পদ্ধতি ও এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেস বাংলাদেশ, সেন্টার অব এস্ট্রলজিক্যাল স্ট্যাডি এন্ড রিচার্স ফর পাবলিক ওয়েলফেয়ার বিহার ভারত, এবং সাউথ এশিয়ান এষ্ট্রো ফেডারেশন- কাঠমন্ডু নেপাল এর যৌথ উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী ৩০ তম এশিয়ান এস্ট্রলজার্স কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়। ড. বিশ্বজিৎ ভট্টাচার্য্য ও মিসেস ডালিয়া আচার্য্যের সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির অতিরিক্ত মহাসচিব জ্যোতিষ ভাষ্কর এস. কে. আচার্য্য। অনুষ্ঠিত এই কনফারেন্সে বাস্তু, সাংখ্য ও হস্তরেখার উপর আলোচনায় অংশগ্রহণ করেন এস. কে আচার্য্য এবং তাকে “জ্যোতিষ শ্রী” উপাধিতে ভূষিত করা হয়। নাসা বিজ্ঞানী ড. ওম প্রকাশ পান্ডে, ত্রিপুরা ইউনিভাসিটির ভাইস চ্যান্সেলরসহ, প্রফেসর এস. কুমার শাস্ত্রি- ঝাড়খন্ড-বিহার, আচারিয়া লক্ষমান পন্থি- নোপাল, চুরিওয়ালা বাবা- মধ্যপ্রদেশ, প্রফেসর নুরেন্দ্র প্রসাদ- ছত্রিশগড়, ড. মাহেন্দ্র ঠাকুর- দিল্লী, ড. দেবীপ্রসাদ হান্নাল-নেপাল, ড. শ্রীরাম আচার্য্য বাংলাদেশ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।