ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ ২২/এপ্রিল
জয়পুরহাটে কালাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ও কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তৌহিদের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক যুবককে ২৩/৪/২০২১ইং গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান শনাক্তের পর উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের আব্দুল আলীমের ছেলে অভিযুক্ত আমানুল্লাহ (১৯) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতার করা মামলায় আমানুল্লাহ নামের একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম মালিক।