ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
ক্ষেতলালে ৯ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে ৭ যুবককে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ( ৪ মে) ক্ষেতলাল উপজেলার আটিগ্রাম হিন্দুপাড়া গ্রামের হিন্দু ধর্মাবলীর শরৎচন্দ্র বর্মন এর নবম শ্রেণী পড়ুয়া মেয়ে ডলিরানী (১৫) কে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন পৌর সদরের ধনকুড়াইল গ্রামের ইসলাম ধর্মাবলী হেলালের ছেলে শিহাব (১৯)। কিন্তু মেয়ে তার প্রেমের প্রস্তাবে রাজি নাহলে গত মঙ্গলবার সকালে প্রেমিক যুবক শিহাব আরো ৬ জন যুবক কে সাথে নিয়ে মেয়ে ডলিরানীকে অপহরণের চেষ্টা করেন। এসময় মেয়ে ও মেয়ের মায়ের চিৎকারে গ্রামের লোকজন ছুটে গিয়ে ৭ অপহরণকারীকে ধাওয়া করে আটক করে। পরে ক্ষেতলাল থানায় ফোন দিয়ে জানালে, থানা পুলিশ ঘটনাস্থল হতে ওই সাত (৭) জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত ৭জন হচ্ছে, ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের হেলালের ছেলে শিহাব (১৯) মুল হোতা, একই গ্রামের আসমত আলীর ছেলে জহুরুল ইসলাম (১৯) , ইসলামপুরের ইব্রাহিমের ছেলে মোমিন (১৯), রামপুড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আশরাফুল (১৯), একই গ্রামের খলিলুর রহমানের ছেলে লিটন (১৯), সূর্যবান গ্রামের আজিমুদ্দিনের ছেলে ইমন (১৮) এবং আটিগ্রামের শামসুল আলমের ছেলে সাজ্জাদুল ইসলাম (১৯)। থানা সূত্রে জানা যায়, মেয়ের পিতা শরৎচন্দ্র বর্মন বাদী হয়ে ক্ষেতলাল থানায় ওইদিন মঙ্গলবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০/৭/৩০ ধারায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নীরেন্দ্রনাথ মন্ডল সত্যতা নিশ্চিত করেন।