ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া (১১ মার্চ) জয়পুরহাট থানাধীন পাইকরতলী বাইপাস এর সামনে পাকা রাস্তার উপর হইতে তিনটি লোহার তৈরী কাঠের বাট যুক্ত ধারালো ছোরাসহ গ্রেফতার করা হয়৷ গ্রেফতার মোঃ বাঁধন (২০), পারুলিয়া (আকন্দপাড়া) মন্টু রহমানের ছেলে৷
মোঃ জাহাঙ্গীরআলম(৩১),পুরানাপৈল মৃত আতিয়ারের ছেলে , উভয় থানা ও জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন ।
উক্ত ঘটনায় জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।