ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট মাতাবেন ইমরান, সঙ্গে সুকুমার বাউল ও রিংকু দেশের এই সময়কার শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। একক গানে তার জনপ্রিয়তা তুঙ্গে। যার সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট করে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ইমরান মাতাবেন জয়পুরহাট।
সেখানকার জেলা পুলিশের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে ইমরান ছাড়াও অংশ নিচ্ছেন ক্লোজআপ ওয়ান খ্যাত রিংকু, সুকুমার বাউল ও গায়িকা সনিয়া রমা। জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় আজকে সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনটি শুরু হবে। এখানে জয়পুরহাট রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও শিল্পকলা একাডেমীর শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ডিআইজি হাবিবুর রহমানের সহধর্মীনি ডা. ওয়াজেদ শামসুন্নাহার ও ডিআইজি আব্দুল বাতেনের সহধর্মীনি নুর জাহান আক্তার হীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন