ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে পরিচালনা করে ৭৮জনকে ৫১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে ৮জুলাই বৃহঃপ্রতিবার সমগ্র জয়পুরহাট জেলায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যগণের সহাযোগীতায় ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এই অর্থদন্ড প্রদান করা হয়।
গত ১লা জুলাই থেকে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের যথাযথ আইনানুগ নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল অব্যাহত রেএবং
৮ জুলাই পর্যন্ত এ জেলায় সর্বমোট ২০৯টি মোবাইল কোর্ট পরিচালনাকালে ৬২৮টি মামলায় ৬২৮ জন ব্যক্তিকে আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোট ৪ লাখ ৩০ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান এবং ১ জনকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে ও জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।