ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলা পুলিশের এপ্রিল-২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবারে,
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম মহোদয়।
উক্ত সভার শুরুতেই এপ্রিল-২১ মাসের জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পাঁচবিবি থানার এসআই মোঃ গোলাম মোস্তফা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মোঃ রইচ উদ্দিন এবং ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম দ্বদের জয়পুরহাট জেলা সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন। ভবিষৎতে আরো ভাল কাজ করার পরামর্শ প্রদান করেন। পুরস্কার প্রদান শেষে অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল-২১ মাসের গুরুত্বপূর্ণ মামলাসমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ আব্দুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) জয়পুরহাট, জনাব মোঃ মেহেদী ইসলাম (শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।