ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার উপজেলা পরিষদ প্রাঙ্গণে (২২/এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ বছর পৌরসহ ৫ ইউনিয়নে বিতরণের ক্ষেত্রে পৌরসভা ১০ জন, মাত্রাই ৪০ জন, আহম্মেদাবাদ ২০ জন, পুনট ২০ জন, উদয়পুর ২০ জন, জিন্দারপুর ৪০ জনসহ একশত পঞ্চাশ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান প্রণোদনা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ দেওয়া হয়।

করোনার প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে নিরাপদ সামাজিক দুরত্ব মেনে প্রণোদনার মালামাল বিতরণ ও প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মুন্নি খাতুন ও দেলোয়ার হোসেনসহ প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *