ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে ভাগিনা খালাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার (১৫) বছর বয়সি কিশোরিকে ধর্ষনের ঘটনায় লম্পট ভাগিনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত( ১৫)ফেব্রুয়ারী) ভূক্তভোগীর মা মেরিনা বেগম বাদি হয়ে লম্পট ভাগিনাসহ দুইজনকে আসামী করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি ক্ষেতলাল থানায় এফআইআর নির্দেশ দেন৷ মামলা নং ২১/ ৪৪

পরে পুলিশ গত ২৫ ফেব্রুয়ারী ওই রাতে উপজেলার নশিরপুর এলাকায় অভিযান চালিয়ে লম্পট ভাগিনা রতন (২৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত লম্পট রতন উপজেলার গোপালপুর নসিরপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। সেই সাথে পুলিশ একই দিনে ধৃত লম্পট রতনকে ওই মামলা আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, ধর্ষন মামলার বাদিনী ও বিবাদী দীর্ঘ দিন ধরে একই এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় ওই কিশোরির দুলাভাইয়ের ছেলে লম্পট বিভিন্ন সময়ে ভয় ভিতি ও ব্লাকমেইল করে ধর্ষণ করে আসত। এমন কি তার কথায় রাজি না হলে হত্যার হুমকিও দিতো৷ লম্পট রতন সুকৌশলে রাতে খালার ঘরে প্রবেশ করে বাড়ি সবাই ঘুমিয়ে পরলে ওই সুযোগে লম্পট ভাগিনা রতন তার খালাকে ইচ্ছা বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষণ করে।

লম্পট ভাগিনা রতন মিয়া অন্তরঙ্গ দৃশ্য মোবাইল ফোনে ধারনের বিষয়ে এলাকায় জানিয়ে দেয়ার ভয় দেখিয়ে পুনরায় কিশোরির ইচ্ছার বিরুদ্ধে আবারও জোর পূর্বকভাবে ধর্ষণ করে।

এ ব্যাপারে ভূক্তভোগী মা মেরিনা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার -পরিদর্শক মাসুদ সঙ্গীয় র্ফোস নিয়ে গোপালপুর নসিরপুর এলাকায় অভিযান চালিয়ে লম্পট রতনকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *