ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে অস্ত্র, নাশকতা ও বিস্ফোরণের মামলায় ছাত্রদলের ৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় শহরের তৃপ্তির মোড়সহ আশেপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৪), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদল কর্মী আসফাকুর রহমান পাপন (৩১), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৬), সোরহাব ইসলাম (২০) ও শাহরিয়ার কবির তামিম (১৯)।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।