ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধি:
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাঈদ মো. শাহরিয়ার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার, জয়পুরহাট প্রেস ক্লাবের সম্পাদক রতন কুমার খাঁন প্রমুখ।