ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
সীমান্তরেখা জয়পুরহাট জেলায় গত কয়েকদিন থেকে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৪১ জনে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এন্টিজেন ও আরটিপিসিআর থেকে ২০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন করোনা রোগী।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরো একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
এদিকে সংক্রমণ বাড়ায় ৭ জুন সোমবার থেকে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় জরুরি সেবা ছাড়া প্রতিদিন বিকেল ৫ টা থেকে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত গনপরিবহন, দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তাছাড়া জয়পুরহাট গরুর হাট ও পাঁচবিবির গরুর হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
তবে কৃষিপণ্য, ঔষধের দোকান, খাদ্য সামগ্রী পরিবহন ও দুরপাল্লার আন্তঃজেলা পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে। এ আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।