ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

দু-্একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জয়পুরহাট পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে।৪টি ইউনিয়নে হেরেছে আওয়ামী লীগের প্রার্থী।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারন (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার
বিজয়ীরা হলেন যারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়৷
আটাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ মোঃ ছামছুল আরেফিন ৭২৮২ ভোটে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতি দন্ডি নৌকা প্রতীকের প্রার্থী মঃ জাহিনুর রহমান ৪ হাজার ৯৬৫ ভোটে পরাজীত হয়েছেন।
আয়মারসুলপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মামুনুর রশিদ মিলটন ৯০৭৯ ভোটে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতি দন্ডি নৌকা প্রতীকের প্রার্থী মঃ জাহিদুল আলম ৮হাজার ৩৫৮ ভোটে পরাজীত হয়েছেন।
ধরন্জি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম চৌধরী ৬ হাজার ৭১২ভোটে আনারস প্রতীক নিয়ে বজয়ী হয়েছেন তার নিকটতম প্রতি দন্ডি নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মস্তফা ৫হাজার ৬৪৩ ভোটে পরাজীত হয়েছেন।
বাগজানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল হক ৭হাজার ৪৪২ভোটে আনারস প্রতীক নিয়ে বজয়ী হয়েছেন তার নিকটতম প্রতি দন্ডি নৌকা প্রতীকের প্রার্থী মঃ জামাত আলী ৫ হাজার ৫৪৯ ভোটে পরাজীত হয়েছেন।
মহাম্মদপুর ইউনিয়নে নৌকা প্রতীক মোঃ এস এম রুবিউল আলম চৌধরী ৯ হাজার ০৭৯ ভোটে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতি দন্ডি স্বতন্ত্র প্রার্থী মঃ আবু রায়াহান ৫ হাজার ৫৬৯ ভোটে পরাজীত হয়েছেন।
পঞ্চম ধাপে (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলোর পাঁচটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীই ৪টিতে জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন৷
জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান, ৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৪৭২ জন। যার মধ্যে ৫২হাজার ৭৪০ জন পুরুষ এবং ৫২ হাজার ৭৩২ নারী ভোটার। নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩, সাধারণ সদস্য ১৯২ সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন