জয়পুরহাট প্রতিনিধিঃ ২৫/জুলাই
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এস.আই রাজু আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাঁচবিবি থানাধীন পৌরসভাস্থ তিন মাথা মোড় এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, পাঁচবিবি থানাধীন পাঁচবিবি পৌরসভার অন্তর্গত দানেজপুর গ্রামস্থ ০২নং রেলগেট জনৈক মোঃ বকুল হোসেন এর মোটর সাইকেল মেকারের দোকানের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য শুকনা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সঙ্গীয় অফিসার সহ পাঁচবিবি থানাধীন দানেজপুর গ্রামস্থ ০২নং রেলগেট জনৈক মোঃ বকুল হোসেন এর মোটর সাইকেল মেকারের দোকানের সামনে শুক্রবার, খবরের কাগজ দ্বারা মোড়ানো ২০ পুড়িয়া নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক আসামী
পশ্চিম বালিঘাটা (কাদেরপাড়া),গ্রামের মৃত,ছইমুদ্দিনের ছেলে তামিম হোসেন,(২৫)
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(,ওসি) পলাশ চন্দ্র দেব জানান,দীর্ঘ দিন সে মাকদকের সাথে জরিত ছিলো, তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।