ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে হরেন্দা গ্রামের মৃত আব্দুল ছাত্তার প্রধানের পুত্র আলহাজ মহসীর আলী (৫৫) রবিবার সকালে তার নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন। একই ইউনিয়নের পাশের বাড়ির মৃত কফিল উদ্দিনের পুত্র ফেরদৌস আলম (৫০)। জমি জমা বিরোধের জের ধরে ১৫-২০ জনের একটি সংবদ্ধ দল দেশীয় অস্ত্র সহ আমাদের বাড়ি ঘরের জানালা দরজা ভাংচুর সহ বাড়ির ভেতরে রাতের আধারে প্রবেশ করে আমার বড় ছেলের ঘরের ভিতরে ওয়ার ড্রপ, আলমারী, ড্রেসিন টেবিল, খাট ভাংচুর করে তছনছ করে এবং ওয়ার ড্রপে থাকা ধান বিক্রিয় কর সাড়ে ৫ লক্ষ টাকা, বড় পুত্রের স্ত্রীর ৫ ভরি স্বর্ণের গহনা, কিছু নতুন শাড়ি ও থ্রি পিচ লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মেয়ে মানুষেরা আতংকিত হয়ে চুপ চাপ থাকে। ঘটনাটি রাতেই মোবাইল ফোনে পাঁচবিবি থানাকে অবহিত করলে ঘটনাস্থলে তাৎক্ষনিক ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ইশতিয়াক আলম ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ দেব। উল্লেখ্য, এই ফেরদৌস আলম অত্র এলাকার সন্ত্রাসী। তাহার বিরুদ্ধে হত্যা, মাদক, নাসকতা সহ একাধিক মামলা রয়েছে।