ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি,
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে দেশকে ষ্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন- আগামী ২৪ ও ২৫ নভেম্বর সার্কিট হাউজ মাঠে ২ দিন ব্যাপী এ মেলায় উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল সেবা এবং শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন নামে ৪টি প্যভিলিয়ন স্থাপন করা হবে। এ ছাড়া ডিজিটাল ও তথ্য-প্রযুক্তি বিষয়ক ৭৮টি ষ্টল মেলায় স্থান পাবে। এসব প্যাভিলিয়ন ও ষ্টলের মাধ্যমে নাগরিক সুবিধার নানা দিক সম্পর্কে সর্ব সাধারন সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।
জেলা প্রশাসকের সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গনমাধ্যমের স্থানীয় সাংবাদিক ছাড়াও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।