ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলকাকার একটি ফসলের মাঠের পাশে পুকুরপার থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ হলেন, পাঁচবিবি উপজেলার আটাপাড়া মৃত ওহাব আলীর ছেলে আবুল খায়ের বাবলু (৬০)।
নিহতর মেয়ে সুমাইয়া আক্তার মিম বলেন, আমার বাবা শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে নাই। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে খবর পাই রতনপুর এলাকার সুরীপুকুর পাড়ে আমার বাবার মরদেহ পাওয়া গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।