ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে দ্বিতীয় ধাপে আক্কেলপুর উপজেলা ও ক্ষেতলাল উপজেলার ৭ টি ইউনিয়নে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়নে নৌকা মাকার্র প্রার্থী সেলিম মাহবুব সজল, রাইকালি ইউনিয়নে নৌকা মাকার্র প্রার্থী আব্দুর রশীদ মন্ডল, সোনামুখি ইউনিয়নে নৌকা মাকার্র প্রার্থী ডিএম রাহেল ইমাম, গোপীনাথপুর ইউনিয়নে আনারস মার্কার সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও রুকিন্দীপুর ইউনিয়নে প্রাথর্ী না থাকায় বিনা প্রতিদন্দিতায় নৌকা মাকার্র প্রার্থী আহসান এ্যাপ্লব নির্বাচনের পূর্বেই বিজয়ী হয়েছেন। অন্যদিকে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে নৌকা মাকার্র প্রার্থী মশিউর রহমান শামীম ও আলমপুর ইউনিয়নে নৌকা মাকার্র প্রার্থী আনোয়ারুজ্জামান তালুকদার (নাদিম) বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। জয়পুরহাট জেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আমিনুল ইসলাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বচন চলাকালীন দুপুরের দিকে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের, গোপিনাথপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ ও স্বতন্ত্র (বিএনপি সমর্থিত) চেয়ারম্যান প্রাথর্ী ও কমর্ীদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে একই সময় ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বানাইচ নামক স্থানে প্রতিদ্বন্দি দুই ইউপি সদস্য প্রাথর্ীর কমর্ীদের মধ্যে মারপিটের ঘটনায় ১ জন গুরুতর ভাবে আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
এর আগে বুধবার (১০ নভেম্বর) রাতে আক্কেলপুর উপজেলার সোনামূখি ইউপি নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথর্ীর দুই কমর্ীকে আটক করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে কেন্দ্র গুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন।