ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় প্রদান করে মেসওয়েটার পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্ষের মূলহোতা ভুয়া মেজরসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫
গত (বুধবার ১৫ ফেব্রুয়ারী) বুধবার রাতে সদর উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভুয়া মেজর বগুড়া গাবতলী উপজেলার কামার চট্র গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আরিফুর রহমান(৫২) ও সদর উপজেলার দাদরা জন্তি গ্রামের রসিক মন্ডলের ছেলে আব্দুল গনি মন্ডল(৫৭)।
জয়পুরহাট র‍্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান , উক্ত আসামিরা দীর্ঘদিন থেকে ভুয়া নিয়োগপত্র দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসতে ছিল, ২০২০ সালে চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লাখ নিয়ে জাল নিয়োগপত্র দেয়, পরে ভুক্তভোগী নিয়োগপত্রটি জানতে পেরে জয়পুরহাট র‍্যাব- ৫ এ একটি অভিযোগ দেয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জাল কাগজপত্র সহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে জয়পুরহাট থানায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *