ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পাঁচবিবিতে মঙ্গলবার দুপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম হৃদয় (২১)।
জয়পুরহাটের কালাইয়ে পৌরসভার মেয়র রাবেয়া কাজলের একমাত্র পুত্র হৃদয় (২১) পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার কালাই তালুকদার পারা গ্রামের মরুহুম রাবেয়া কাজলের এক মাত্র পুত্র।জানা যায়, সকাল ১১ টায় মোটর সাইকেল যোগে পাঁচবিবি যাওয়ার পথে দরগা বাজার নামক স্থানে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারাত্নক আহত হয়। এ সময় পথচারীরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেলে বসা দুই যাত্রীসহ আরও এক জন আহত হয়ে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হৃদয়ের মৃত্যুতে স্থানীয় উপজেলা চেয়াম্যন মিনফিজুর রহমান মিলনসহ অন্যান্যরা শোক জ্ঞাপন করেছেন।
পাঁচবিবি থানা ওসি পলাশ চন্দ্র সাংবাদিকদের বলেন দূর্ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে আমার অফিসারকে পাঠিয়েচিলাম৷ বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ