ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ১ কেজি গাঁজাসহ ২ নারী ও ১ পুরুষসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ অক্টোবর) বিকালে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এস,আই আমিরুল ইসলাস সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় জেলার পাঁচবিবি উপজেলাধীন আয়মা রসুলপুর ইউনিয়নের খাসবাট্রা তবিপাড়া গ্রামে মোজাফফর হোসেনের বসতবাড়ী তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ অত্র গ্রামের বাসিন্দা মৃতঃ আকবর আলীর ছেলে মোজাফফর হোসেন (৫৫), ও তার স্ত্রী মোছাঃ জীবন নাহার (৩৮), ও মোঃ ফারদুলের স্ত্রী মোছাঃ রুজিনা বেগম (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ১ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে৷