ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব একেএম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে চকবরকত পুলিশ ফাঁড়ীর আইসি জনাব মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহঃপ্রতিবার জয়পুরহাট থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ীর এএসআই মোঃ শুকুর আলী, এসআই মোঃ জামিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রতন আলীর তরমুজের জমির মধ্যে পলাতক আসামী উত্তর শেখ পাড়া গ্রামের হবিবর ছেলে রাসেল হোসেন (২১), উত্তর শেখপাড়া, থানা ও জেলা- জয়পুরহাটসহ তিনজন অজ্ঞাতনামা পলাতক আসামীদের ফেলে যাওয়া ১৬ কেজি শুকনা গাঁজা, মূল্য অনুমান ৩,২০,০০০/- টাকা উদ্ধার করেন।
একই তারিখ দুপুর বেলা জয়পুরহাট থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ীর চকপাহুনন্দা গ্রামের জনৈক মোঃ আনোয়ার হোসেন এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে গ্রেফতারকৃত আসামী ঝর্না বেগম (৫০), স্বামী- হাদিবুল ইসলাম, শিকরামপুর, ধামুইরহাট মমিনুল ইসলাম (২০), মোঃ শামসুজ্জোহা @ জোহা (২৮), উভয় পিতা- মোঃ চায়না, সাং- খন্দইল, থানা- পত্নীতলা, নওগাঁ হেফাজত হতে ২.৫ কেজি ওজনের অনুমান ৩০ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীগণ সীমান্তবর্তী এলাকার অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহায়তায় উল্লেখিত কষ্টিপাথরের মূর্তিটি চকবরকত সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রক্রিয়া চালাচ্ছিল। যাহা স্থানীয় অভিজ্ঞ স্বর্ণকার ও নওগাঁ জেলার পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা কর্তৃক প্রাথমিকভাবে যাচাই করা হয়।
আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন