ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
‘
হিংসা নয়, সম্প্রীতি ছড়াই; বিদ্বেষ নয়, সম্প্রীতির গান গাই’-এ শ্লোগাকে প্রতিপাদ্য রেখে মাদকমুক্ত সমাজ গড়তে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক আন্ত:উপজেলা যুব নারী ফুটবল র্টুনামেন্ট-২২। চার দলের এ র্টুনামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
শনিবার বিকেল ৩টায় শহরের ধানমন্ডি এলাকায় জয়পুরহাট মহাবিদ্যালয় মাঠে শুরু হয় টুর্নামেন্টের খেলা।
টুর্নামেন্টে পাঁচবিবি উপজেলা নারী দল ৬-০ গোলে ক্ষেতলাল উপজেলা নারী দলকে এবং জয়পুরহাট সদর উপজেলা নারী দল ২-০ গোলে কালাই উপজেলা নারী দলকে হারায়। এ খেলায় ফাইনালে পাঁচবিবি উপজেলা নারী দল ১-০ গোলে জয়পুরহাট সদর উপজেলা নারী দলকে পরাজিত করেন।
দি ইউরোপীয়ন ইউনিয়ন, হেলভেটাস বাংলাদেশ ও রুপান্তরের আর্থিক সহযোগীতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উপমা সমাজ উন্নয়ন সংস্থা’ সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং বাংলাদেশ এন্ড শ্রীলংকা প্রকল্পে সহিংস উগ্রবাদ প্রতিবাদে জয়পুরহাট জেলায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চার উপজেলার যুব নারীদের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট অ্যাডভোকেট সামছুল আলম দুদু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্লাটফর্মের সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সিএসও পিভিই প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী রনক বর্মন ও কামরুজ্জামান রানা, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার ফাহমিদা জাহান ইভা, পিভিই প্রকল্পের ফাইনান্স অফিসার দেব নারায়ন মন্ডল এবং উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমূখ।