ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে (৭ মার্চ) সকাল ০৮.০০ ঘটিকায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), জনাব এ.কে.এম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, সদর থানা, জয়পুরহাট ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
৭ ই মার্চ”১৯৭১ সালের ৭ ই মার্চ রেসকোর্স
ময়দানে হাজারো জনতার ভিরে, একটি তর্জনী উঁচিয়ে আসলেন মহাকালের মহানায়ক ফিরে৷ অত্যাচারিত,শোষিত,বঞ্চিত,নিপীড়িতদের মনে সঞ্চয় আশা,বঙ্গবন্ধু বজ্রকন্ঠে দিল স্বাধীনতার ডাক তাইতো সবাই পেল ভরসা।এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম প্রচন্ড হুংকারে কম্পিত হলো, সারা বাংলা
দুঃশাসনের অবসান ঘটাতে বীর জনতা জেগে উঠলো।
অগ্নিঝরা সেই ভাষণ নিমিষেই পৌঁছে গেল বাংলার ঘরে ঘরে, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধের তরে। দীর্ঘ নয় মাস রক্ত ক্ষয়ী সংগ্রাম
হলো,চললো যুদ্ধ অবিরত, ৩০ লক্ষ শহীদ আর হারালাম ২ লক্ষ মা-বোনের ইজ্জতও। বিজয়ের সোপান গড়ে উঠলো সকল দুঃখ আর হাহাকারে, তবু অভিশাপ মুক্ত হলো বাংলা ৭ই মার্চের একটি ভাষনের ঝড়ে।