ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে তরকারি কাটার ধারালো বটির উপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালাই উপজেলার বাখেড়া উত্তরপাড়া গ্রামে এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু আনিছুর রহমান (৯) উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখেড়া উত্তরপাড়ার মোতালেবের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) সন্ধ্যায় নিহত শিশু আনিছুর রহমানের মা রাতে খাবারের জন্য উঠানে বসে তরকারি কাটছিলেন। এমন সময় শিশুটি বৃষ্টি আসায় দৌঁড়ে বারান্দায় উঠতে চাইলে শিশুটি পা পিছলে গিয়ে তার মায়ের তরকারি কাটা ধারালো বটির উপর পড়ে কেটে গিয়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।