ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারাহুত গ্রামে ১০ বছরের স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে শনিবার রাতে । নিজ ঘরের তালার বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলেছিল আয়শা সিদ্দিকা (১০) নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী। সে উপজেলার ভারাহুত গ্রামের মোঃ সিদ্দিকের মেয়ে ও ভারাহুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানায়, নিহত ওই ছাত্রীর মা-বাবা দুজনেই ঢাকায় থাকেন। মা-বাবা কেউ না থাকায় ছোটবেলা থেকে ভারাহুত গ্রামের নানার বাড়িতে থেকে পড়াশোনা করেন। গতকাল সন্ধ্যার দিকে বাহির থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে কখন যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে তা কেউ বলতে পারেনা। পরের দরজা খুলে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।