ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন(৪০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নাল্লিাহি—রাজেউন)। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি অসুস্থ হলে তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন্। উল্লেখ্য তিনি দীর্ঘ দিন থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।