ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে সোমবার যুবদলের উদ্যোগে জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার, জেলা যুবদলের সদস্য সাদ্দাম হোসেন, রাজাপুর উপজেলা যুবদল নেতা জাকারিয়া সুমন ও আল মামুন অভিকসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের কালিবাড়ি মোড়ে এসে পুলিশী বাধায় শেষ হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে নেতৃত্ব দেন এ্যাড. আনিসুর রহমান খান, সদস্য সচিব, জেলা যুবদল, ঝালকাঠি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ, নিঃশর্ত মুক্তিসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।