ঝালকাঠি প্রতিনিধি :
২০/০৫/২০২০ইং তারিখ বুধবার সকাল ৬টা থেকে উপকূলীয় জেলা ঝালকাঠি ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় এসেছে। সকাল থেকে থেমে থেমে জেলাজুড়ে ঝড়ো হাওয়া হালকা ও ভারী বর্ষণ হচ্ছে। আম্পান মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। নদী তীরবর্তী এলাকায় সতর্কতামূলক বার্তা প্রচার করে মানুষকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়ে নিরাপদে থাকতে আহবান জানানো হচ্ছে। ঝালকাঠিতে ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ৮৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে বলে জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানিয়েছেন। তবে মানুষের আশ্রকেন্দ্রে যেতে অনেকটা অনিহাভাব লক্ষ্য করা যাচ্ছে। জেলার কাঁঠালিয়া উপজেলা থেকে সাংবাদিক ফারুক হোসেন খান সৌলজালিয়া ইউপি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে জানান, বিষখালী নদী তীরের ৩০০জন বাসিন্দা রগুয়ার চর সরকারি প্রাইমারি স্কুলের আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে। এছাড়া উপজেলার হেতালবুনিয়া আলিম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে কিছু সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে। এ উপজেলায় ১৪টি আশ্রয়কেন্দ্র রয়েছে।
জেলায় ৫টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আম্পান মোকাবেলায় ৪০ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে জরুরি সেবা দানের ব্যবস্থা করা হয়েছে। জেলা তথ্য অফিস মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদী তীরে বসবাসকারীদের সতর্ক থাকার জন্য মাইকিং করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *