ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার বাদুরতলা বাজারে আগুন লেগে ১টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) ভোর রাত ৪ টায় সংগঠিত এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবি করেছেন। ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পুরে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা হলেন, শাহজাহান, সৈয়দ আলী ফকির, মোতালেব তালুকদার, হানিফ হাওলাদার ও সঞ্জিব চন্দ্র শিলের সেলুনসহ বসতঘর। রাজাপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। কেউ না থাকায় অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে রাজাপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে রওয়ানা করলেও বাদুরতলা সড়কে একটি কালবার্ড পূর্ণ নির্মার জন্য ঠিকাদার উপযুক্ত বিকল্প সড়ক তৈরী না করে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ঐ ইউনিটটি ঘটনা স্থলে পৌছাতেই পারেননি।