ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পবিত্র রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে শনিবার পুলিশ সুপার ঝালকাঠি এর সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়িক নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মোঃ জোবায়েদুর রহমান। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও সাভাবিক রয়েছে এবং এভাবে যেন সাভাবিক থাকে। আর এ জন্য সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি। দিক নির্দেশনা মূলক বক্তব্যে তিনি পবিত্র রমজানে সকল ব্যাবসায়ীদের দ্রব্যমূল্য সাভাবিক রাখার পরমর্শ দেন আর এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) এম এম মাহমুদ হাসানসহ ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন