ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আদালত চলাকালিন মো. জাহাঙ্গীর হাওলাদার (৩০) নামে মাদক মামলার এক আসামী হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে পুলিশ ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে তাঁকে শহরেরর কলেজ রোড থেকে আটক করে। আজ রবিবার জেলা জজ ও দায়রা আদালতে বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোর্ট পুলিশ বাদী হয়ে জাহাঙ্গিরের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার চেষ্টার অপরাধে একটি মামলা দায়ের করেছে।
ঝালকাঠি কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, অাজ রবিবার একাধিক মামালার আসামী মো. জাহাঙ্গীর হাওলাদারকে বিচারাধিন মামলায় হাজিরার জন্য পুলিশ জেলা আদালতে হাজির করে। তাঁর বিরুদ্ধে দুটি চুরি ও একটি মাদক মামলা রয়েছে। তাকে পুলিশ মাদক মামলায় (জিআর ১৬৬/১৭ নং মামালা) হাজিররার জন্য নীচ তলা কোট গারদ থেকে জেলা জজ ও দায়রা আদালত ভবনের ২য় তলার (২য়) যুগ্ন জজ আদালতে হাজির করে। সেখান থেকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাপসহ ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে শহরেরর কলেজ রোড থেকে আটক করে। সে শহরের কাঠপট্টি এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, এ ঘটানায় কোট পুলিশের উপসহকারি পরিদর্শক এটিএসআই মো. আল মুসলিম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছে।