ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আর্ন্তজাতিক নারী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় ও পল্লীউন্নয়ন সমাজ। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় ও পল্লীউন্নয়ন সমাজ অত্র স্কুল মাঠে এ কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে প্রধান শিক্ষক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো.মহিউদ্দিন আহমেদের উপস্থাপনায় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা ব্রাক ফিল্ড অফিসার কৃপা রঞ্জন মন্ডল, সহকারি শিক্ষক মো.খলিলুর রহমান,আবু সালেহীন। সভায় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন জয়ীতা ২০১৪সালে ক্রেষ্ট প্রাপ্ত ময়না বেগম, ১নং ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনি সম্পাদক মো.সরোয়ার হোসেন।আন্তাজাতিক নারী দিবসের মানববন্ধন সমাবেশে অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষীকাসহ কয়েকশত ছাত্র-ছাত্রী এ কর্মসুচিতে অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *